পরিবেশবাদী যুব সংগঠণ গ্রীন ভয়েস, হাবিপ্রবি শাখার উদ্যোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গ্রীন ভয়েস আয়োজিত উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় হাবিপ্রবি স্কুলের বিভিন্ন শ্রেণীর ৫৬ জন ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। শ্রেণীভেদে ৩ টি গ্রুপে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। এর মধ্যে শিশু শ্রেনী গ্রুপ থেকে অংশগ্রহণ কারী ১৩ জনকেই পুরস্কৃত করা হয়। গ্রুপ-২ তে প্রথম ও দ্বিতীয় শ্রেনী থেকে ১ম স্থানের অধিকারী হয় আতকিয়া আয়েশ জেরিন, ২য় স্থান ও ৩য় স্থান অধিকার করে জেরিন (১ম শ্রেনী) এবং আহনাফ। গ্রুপ ৩ তে ৩য় ও ৪র্থ শ্রেনী হতে যথাক্রমে ১ম,২য় ও ৩য় স্থান অধিকার করে রিফাহ তাসনিয়া ,তাসফিহা রহিম তুবা ও রেজওয়ানা ইসলাম রজনী। চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন গ্রীন ভয়েস হাবিপ্রবি পরিবারের সদস্য লিটন, জয়া, সেঁজুতি, আফরিন ও বৃষ্টি। পরে প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে শিক্ষার উপকরণ হিসেবে জ্যামিতি ও পেন্সিল বক্সের এর পাশাপাশি একটি করে ফলজ বৃক্ষ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি স্কুলের প্রধান শিক্ষক বিউটি রায়, গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি নাজমুল হুদা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি নাজমুল হুদা বলেন, পরিবেশবাদী এই যুব সংগঠণটি সামাজিক সচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা-স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তার কাজ করছে গ্রীন ভয়েস। এছাড়া রাস্তা ও স্কুল কলেজের আশেপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও তার পরিচর্যার কার্যক্রম চালিয়ে যাচ্ছে । |