গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় নিরলস কাজ করে যাচ্ছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বশেমুরবিপ্রবি ইউনিট।
শুক্রবার (১ নভেম্বর ২০১৯ ইং) সকাল থেকে বশেমুরবিপ্রবি ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মানব)প্রথম র্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়।গত শুক্রবার(১ নভেম্বর ) ও শনিবার(২ নভেম্বর) ব্যাতিত আগামী সপ্তাহে (৮ ও ৯ নভেম্বর) ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস।
ভর্তিচ্ছুদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, যানজট নিরসন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসেবা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে উক্ত স্বেচ্ছাসেবক টিম। গ্রীন ভয়েস এর কর্মীরা বলেন, ‘প্রথমবারের মতো আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার জন্য। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন সড়কের যানজট নিরসন এবং পরীক্ষার্থীদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিতকরণ এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে বিভ্রান্তিকর অবস্থা ঠেকাতে আমাদের এই নিরলস প্রচেষ্টা।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গত (শুক্রবার, ১ নভেম্বর) ‘এফ’ এবং ‘জি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ।
এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকল ইউনিটে মোট ১ লক্ষ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের ৯টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৭শ’ ৪৫ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। অতএব প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
আবদেনকারীদের মধ্যে, এ ইউনিটে ২২হাজার ৩শ’ ৩১ জন, বি ইউনিটে ১২ হাজার ৯শ’ ৯৯ জন, সি ইউনিটে ২১হাজার ১১৫ জন, ডি ১৪ হাজার ৯শ’ ৭৭ জন, ই ইউনিটে ২৫ হাজার ৫শ’ ৫৪ জন, এফ ইউনিটে ১১ হাজার ৩শ’ ৩২ জন, জি ইউনিটে ১২হাজার ৬শ’ ৪২ জন, এইচ ইউনিটে ৯ হাজার ২শ’ ৯৩ জন এবং আই ইউনিটে ৮শ’ ৬৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
উল্লেখ্য, এছাড়াও আগামীকাল ২ নভেম্বর ডি এবং ই, ৮ নভেম্বর সি এবং এইচ, ৯ নভেম্বর এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।