নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে ভর্তি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও প্রযোজনীয় সহায়তা দিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস নোবিপ্রবিতে শাখা। সংগঠনটির কর্মীরা স্টল, রাস্তা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে গুরুত্বপুর্ণ পয়েন্টে অবস্থান করে দিনভর শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম করে সহযীগিতা করেছে।
এবারের ভর্তি পরিক্ষায় ভর্তিচ্ছুদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে তাদের ভর্তি পরিক্ষায় সেবা প্রদান করাই কার্যক্রমের উদ্দেশ্য ছিল।
এছাড়া ভর্তিচ্ছুদের নানান ধরণের উপহার সামগ্রী প্রদান করে তাদের ভর্তি পরীক্ষাকে আনন্দঘন ও উৎসবমুখর করার উদ্যোগ নেও্য়া হয়েছিল গ্রীন ভয়েস এর পক্ষ থেকে। গ্রীন ভয়েস টিমের নিরলস পরিশ্রম ও নিঃস্বার্থ সাহায্যে বিড়ম্বনা কমেছে শিক্ষার্থীদের।
গ্রীন ভয়েস এর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এ সংগঠনের সাথে থাকার কথা জানান। এ ব্যাপারে জানতে চাইলে গ্রিন ভয়েস নোবিপ্রবি শাখার সমন্বয়ক জিদান আজিন জানান, “বিগত সময়ে ভর্তিচ্ছুদের বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে এবারই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ভর্তিচ্ছুদের সহযোগিতা করা ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।”
ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানান ” ভার্সিটি গেইটের দিকে যাওয়ার সময় গ্রীন ভয়েস এর স্টলটি চোখে পড়ে এবং আমার সিট কই পড়েছে তা জানতে চাই। সেখানে থাকা ভাইয়ারা আমাকে বিল্ডিং দেখিয়ে দেন ও একটি ফাইল উপহার দেন। তাদের এ কাজে আমি মুগ্ধ।