বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস শাখার একক অনন্য আয়োজন পাঠচক্র।
একদল তরুণ যাদের স্বপ্ন প্রকৃতি নিয়ে, যাদের স্বপ্ন সবুজায়ন।এই একদল তরুন প্রকৃতির সৃষ্টির সৌন্দর্য এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়া,প্রকৃতি রক্ষার নানান রকম কার্যক্রম এবং আলোচনা এই একদল তরুণদের।
প্রতি সপ্তাহের সোমবার সকাল ৯টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
গত ১৪ অক্টোবর পাঠচক্রের আলোচনার বিষয়বস্তুগুলো ছিলো:
কুয়াকাটা, রুবেল হোসেন আদনানের উপস্থাপনায়, প্রথম আলোর চর,নয়ন দেবনাথের উপস্থাপনায়,কেওক্রাডং, তানিয়াল হোসেনের উপস্থাপনায়,কাশ্মির এবং সমসাময়িক ইস্যু,সুরাইয়া আক্তারের উপস্থাপনায় এবং সংবাদ উপস্থাপনা করেন গ্রীণ ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক মোজাহেদুর ইসলাম ইমন।পাঠচক্রে সঞ্চালনায় ছিলেন মোঃ সোহানির রহমান।
পাঠচক্রে সবাই নিজ নিজ বিষয়ের উপর গঠনমূলক উপস্থাপনা করেন।
গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহানুর রহমান সোহান আমাদের বলেন,যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে, এই স্লোগানকে কেন্দ্র করে প্রকৃতি এবং পরিবেশের কল্যাণে আমরা কাজ করার জন্য সবসময়ই আগ্রহী এবং প্রস্তুত পরিবেশে দুষণ,প্রাকৃতিক বিপর্যয়, দেশের বিভিন্ন নদ-নদী,বন,পরিবেশের দর্শনীয় স্থান গুলো নিয়ে আলোচনা করা হয় এই পাঠচক্রে।তিনি আরো বলেন, আমরা বেরোবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ,ক্যাম্পাস পরিষ্কার সহ রংপুর শহর এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন সহ কিছুদিন আগে কুড়িগ্রামের বন্যা কবলিত মানুষের দুর্যোগ পরবর্তী পুর্নবাসনের কাজেও গ্রীন ভয়েস বেরোবি শাখা কাজ করেছে,আগামীতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আগামীতে বেরোবি সহ রংপুর বিভাগে নানান রকম কাজের উদ্যোগের ব্যাপারে বলেন তিনি।সেই সাথে তিনি সকলকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং দুষণমুক্ত পরিবেশ রাখার আহ্বান জানান।