ঢাকা প্রতিনিধিঃ
বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক কলামিস্ট প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ এর ৭৩ তম জন্ম বার্ষিকীতে গ্রীন ভয়েসের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন। গ্রীন ভয়েসের প্রধাণ সমন্বয়ক আলমগীর কবিরের নেতৃত্বে গ্রীন ভয়েসের বিভিন্ন শাখার সদস্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।রাজধানীর কলাবাগানের মহাত্মাগান্ধী স্মারক সদনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
সৈয়দ আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ ) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তার বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম। তার জন্মের দুই বছর পর ১৯৪৮ সালের ২০ নভেম্বর তার মা সন্তান জন্ম দিতে গিয়ে ধনুস্টঙ্কারে আক্রান্ত হয়ে মারা যান। তার মায়ের মৃত্যুর পর তার বিমাতা বেগম রোকেয়া আখতার তাকে সন্তান স্নেহে লালনপালন করেন। তিনিও ১৯৮০ সালে মারা যান। তার বাবা কাব্যচর্চা করতেন। তাই শৈশব থেকে তিনি দেশি বিদেশি বিভিন্ন পত্রিকা পড়ার সুযোগ পান। তার বাবা বাড়িতে কলকাতার আনন্দবাজার পত্রিকা , দ্য স্টেটসম্যান ও ইত্তেহাদ এবং পরে ঢাকার
দৈনিক আজাদ , দৈনিক ইত্তেফাক ও মর্নিং নিউজ পত্রিকা রাখতেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সকলে বিশিষ্ট লামিস্ট সাংবাদিক লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদের দীর্ঘায়ু কামনা করেন।