কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ অভিযান এর অংশ হিসেবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে গ্রীন ভয়েস সদস্যরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার উত্তর তিলাই ইউনিয়ন ও শিলখুড়ি ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদেরকে নিয়ে বৃক্ষরোপণ করে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সদস্যরা।
শিলখুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদেরকে বিভিন্ন কথা বলেন গ্রীন ভয়েসের সদস্য রাইসুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষকগণ।পরে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করে। উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসায় শিক্ষক শিক্ষার্থীদের স্বতস্ফুত উপস্থিতে আনন্দঘন পরিবেশে বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন হয়।বৃক্ষরোপণে মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃশামছুল আলম,সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ধলডাঙ্গা দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম,সহকারী শিক্ষকগণ ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করেন।
প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানিয়ে বলেন,পরিবেশ রক্ষায় গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ অভিযান সফল হোক।বাংলাকে সবুজে পরিণত করতে গ্রীন ভয়েসের এ অভিযান অব্যাহত রাখতে আহব্বান জানান তারা।
বৃক্ষরোপণ অভিযানে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সদস্য জাহিদ,রাইসুল ইসলাম নোমান,মোতালিব,রাব্বি,লিমন,ফারজা না,ফরিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,পুলিশ সুপার কার্যালয়ে বৃক্ষরোপণ করে চলতি মাসের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন জনাব মহিবুল ইসলাম খান,পুলিশ সুপার কুড়িগ্রাম।