সিলেট প্রতিনিধিঃ পরিবেশ সচেতন ছাত্র -যুবকদের সংগঠন গ্রীন ভয়েসের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বেনজীর আহম্মেদ নাহিদকে আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। সেখানে যুগ্ম আহ্বায়ক হিসেবে একই বর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ বাদশা বুলবুল, বাংলা বিভাগের ইমন হোসেন শাওন ও লোক প্রশাসন বিভাগের আমিনুল ইসলাম তামিমের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী অনামিকা দেবনাথ৷
কমিটির বাকি সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের – রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মূসা সূজন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের
মোঃ মিঠু হাসান, লোক প্রশাসন বিভাগের রাকিব আল-হাসান, লোক প্রশাসন বিভাগের দীপন্দ্র বিশ্বাস, লোক প্রশাসন বিভাগের মরিয়ম আক্তার রুবি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান, বাংলা বিভাগের রাকিবুজ্জামান রাকিব ও রসায়ন বিভাগের মোঃ আরমান মিয়া।
যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তামিম জানান, এটি শাবি শাখার প্রথম কমিটি। এই কমিটির মাধ্যমেই আমাদের আত্মপ্রকাশ। যদিও আমাদের কার্যক্রম আরো আগে থেকেই ছিল। ক্যাম্পাস খোলার ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে