রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওর্য়াক (বেন) এর সহযোগীতায় সারাদেশে পরিবেশ রক্ষার আন্দোলনের সাথে সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি ফোটাতে গ্রীন ভয়েস বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও পূর্ণবাসন কার্যক্রম চলছে । এরই ধারাবাহিকভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রীন ভয়েস এর উদ্যোগে ২য় ধাপে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কলেজ পাড়া গ্রামে ১১ই আগষ্ট রবিবার, ১০০ পরিবারের মাঝে চাল, তেল, সাবান ও একটি করে মুরগী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি চাষী আব্দুল করিম, রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা,গ্রীন ভয়েস কুড়িগ্রাম টিম এর নোমি নোমান,জাহিদ সহ অন্যান্য সদস্যবৃন্দ ।
গ্রীন ভয়েসের রংপুর বিভাগীয় সমন্বয়ক মুনসাফা তৃপ্তি গ্রীন ভয়েস জানালকে বলেন,”বন্যা পরবর্তী সময়ে আমরা কুড়িগ্রামের চিলমারীতে ১৬০ জন ও রাজিবপুরে আজ ১০০ পরিবারকে ঈদ উপহার দিলাম । এবং লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ২০০ পরিবারকে সহায়তা করা হয়েছে । ঈদের পর আমাদের পুনর্বাসন কার্যক্রম চলবে ।” উল্লেখ্য,গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুবদের সংগঠন । যারা পরিবেশ নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে ।