রাজশাহী প্রতিনিধিঃ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে রাজশাহী কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজ মাঠে এই বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান। এ সময় তিনি বলেন প্রত্যেকের উচিত বছরে অন্তত ৩ টি করে বৃক্ষরোপন করা। পরিবেশবাদী সংগঠনটি সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন দেখছে শুনে ভালো লাগছে। আমরা চাই পৃথিবী সবুজে সবুজে ভরেযাক। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী জেলার সদস্য হিরাবালা, ফারজানা, আব্দুর রহিম, নাজমুস সাকিব, মনির হোসেন উৎসসহ, রাজশাহী কলেজ, নিউ গভ: ডিগ্রী কলেজ এবং মাহিলা কলেজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।