বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস”এর উদ্যোগে রাজশাহী কলেজে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী কলেজে কামরুজ্জামান ভবনের ১০১ নং রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার আহবায়ক, জান্নাতুল ফিরদাউস। সভায় স্বগত বক্তব্য দেন গ্রীন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রায়হান পারভেজ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় সহ সমন্বয়ক হুমায়ুন কবির সুমন ও সিসিডি বাংলাদেশে এর প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং গ্রীন ভয়েস রাজশাহী বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা আয়েশা সিদ্দিকা অনু প্রমুখ। সভা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী রুবেল হক কে আহবায়ক করে এবং জান্নাতুল ফিরদাউস, জহুরুল ইসলাম, প্রসেনজিৎ স্বর্নকার কে যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্যের গ্রীন ভয়েস রাজশাহী বিভাগীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।