ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবিরের নির্দেশে এবং কেন্দ্রীয় সদস্য মো আরিফুর রহমানের সার্বিক সহযোগিতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চিত্রা নদীর ব্রীজ সংল্গন মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এবারের নদী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো দূষণমুক্ত নদী, সুস্থ জীবন। মানববন্ধনে গ্রীন ভয়েসের ঝিনাইদহ জেলা শাখার জেলা উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম বলেন, দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকাই শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলি মাটি জমে তৈরি হয়েছে।ভালো নেয় বাংলাদেশের নদীগুলো।মূলত নদীগুলোর তীরে গড়ে ওঠা বেশির ভাগ শিল্পকারখানা তাদের বর্জ্য পরিশোধন না করে নদী ফেলছে। কারখানাগুলোতে বর্জ্য পরিশোধন যন্ত্র থাকলেও তার বেশির ভাগই চালানো হচ্ছে না। কৃষিকাজে ব্যবহৃত হওয়া মাত্রাতিরিক্ত সার ও কীটনাশকও সেচের পানির সঙ্গে ধুয়ে নদীতে পড়ছে। হাটবাজার, শহর ও বস্তি এলাকার গৃহস্থ বর্জ্য ফেলার সবচেয়ে বড় ভাগাড়ও এই নদী।কালীগঞ্জের চিত্রা নদীরও একই অবস্থা।তাই আজ নদী বাঁচাতে আমাদের যুব সমাজকেই উদ্দ্যগী হতে হবে।উক্ত মানবন্ধনে সভাপত্ত্বি করেন আকিবুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা সহ-সমন্বয়ক শাহিনুর ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।