মাগুরা প্রতিনিধিঃ বাংলাদেশের সর্বপ্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যগে, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবিরের নির্দেশনা এবং খুলনা বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমানের সার্বিক সহযোগিতায় মাগুরা জেলার প্রান কেন্দ্র ভায়নার মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এবারের নদী দিবসের প্রতিপাদ্য বিষয়, দুষণমুক্ত নদী, সুস্থ জীবন। উক্ত মানববন্ধনে মাগুরা জেলা গ্রীন ভয়েসের জেলা সমন্বয়ক হিসাবে বক্তব্য রাখেন ওয়াহিদুজ্জামান ( চঞ্চল) তিনি বলেন বাংলাদেশ ঐতিহ্যগত ভাবে নদী মাতৃক দেশ, নদী বাদ দিয় বাংলাদেশকে ভাবার কোন সুযোগ নাই একজন নারীর সৌন্দর্য যেমন অলংকার ঠিক তেমনিভাবে বাংলাদেশের সৌন্দর্য নদী, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এদেশে গুটিকয়েক মানুষের দারা এসকল নদনদী যে ভাবে দখল করে ভরাট করছে এবং কলকারখানা স্থাপন করে পানি দূষিত করছে তাতে করে এ দেশের নদনদীগুলো বিলিন হতে চলেছে, তাই এখনই সময় আমাদেরকে সোচ্চার হয়ে এ সকল সমস্যা মোকাবেলা করতে হবে। নদী বাচলে দেশ বাচবে বাঁচবে প্রকৃতি। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদুজ্জামান শিপলু। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, উম্মে খাদিজা লিমার সহ স্থানীয় নেতৃবিন্দ।