ময়মনসিংহ প্রতিনিধিঃ পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস” বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) শাখার উদ্যোগে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক “চিত্রাঙ্কন” প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, ময়মনসিংহের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিবৃন্দ বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে ও প্রযুক্তিকরণের কারণে সমগ্র বিশ্বে প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ফলে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ড ক্ষতিগ্রস্থ করছে। তাই পরিবেশকে স্বাভাবিক রাখতে দেশের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।
উল্লেখ্য, গ্রীন ভয়েস পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের একটি স্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে। তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ, টেকসই উন্নয়ন, পরিবেশ-বান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে গ্রীন ভয়েস।