ঢাকা প্রতিনিধিঃ দেশে করোনা প্রকোপের ফলে লকডাউনের শুরুতেই পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ‘প্রয়াস’ নামে অনলাইন পাঠচক্রের আয়োজন করে। হঠাৎ করেই ঘরে বন্দী হয়ে যাওয়ায় গ্রীন ভয়েস এর বন্ধুদের একঘেয়েমি দূর করে মানসিকভাবে সুস্থ থাকার জন্য এবং জ্ঞানভিত্তিক আলোচনা ও জীবনবোধের লক্ষ্যে এই আয়োজন করা হয়।
প্রয়াস’র প্রথম বই ছিল অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ”সংগঠন ও বাঙ্গালী”, এরপর পর্যায়ক্রমে আনিসুল হকের ”ছোটদের বিদ্যাসাগর”, আহমেদ ছফার ”পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ”, ডাঃ লুৎফর রহমানের ”উন্নত জীবন’ বই পড়ার আয়োজন করা হয়।
প্রয়াস এর বন্ধুরা ডাঃ লুৎফর রহমানের ”উন্নত জীবন” বইটি দুইটি ধাপে পাঠ করে এবং নির্ধারিত সময় আনুযায়ী দুইটি ধাপেরই আলাদা ভাবে রিভিউ দেয়। লেখার গুনগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ দেওয়ার ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত মোট আট জন বন্ধুকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ী হলো যারা – প্রথম স্থানঃ জেসমিন নাহার মিতু ( ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর )
দ্বিতীয় স্থানঃ অনামিকা চক্রবর্তী (ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) ফারহানা রহমান( দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর) সুমা আক্তার (দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর) সোহানুর রহমান সোহান (ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)
তৃতীয় স্থানঃ তাবাসসুম ইসলাম মীম ( লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট)
চতুর্থ স্থানঃ মীম মীম (শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ, গোপালগঞ্জ)
পঞ্চম স্থানঃ মিনারা আক্তার (ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)
বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক জনাব আলমগির কবির এবং প্রয়াস এর পরিচালনা পর্ষদের প্রধান জনাব শুভ কিবরিয়া। গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক জনাব আলমগির কবির বলেন, ‘কোয়ারেন্টিন বা লকডাউনে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরী। যেকোন অবস্থায় বই হতে পারে বরাবরের মতই সর্বোত্তম বন্ধু। এতে আমাদের সবার মানসিক স্বাস্থ্য যেমন ভাল থাকবে আবার আমাদের জ্ঞানের পরিধিও বাড়বে।’
বর্তমানে প্রয়াস এর বন্ধুরা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ‘ভাঙো দুর্দশার চক্র’ বইটি পড়ছে।