ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মানবিক মানুষ গড়াতে এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে আগামী মাসে উদ্ধোধন হতে যাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পাঠাগার। পাঠাগারটি উপজেলার আগ্রাদ্বিগুন বাজারে স্থাপিত হচ্ছে। জানা গেছে, উপজেলার ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা মুজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ওই ফাউন্ডেশনের আয়োজনে ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তির ব্যবস্থাসহ নানারকম জনকল্যাণমূলক কাজ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ওই ফাউন্ডেশনের অঙ্গ সংস্থা হিসেবে মুজিবুর রহমান স্মৃতি পাঠাগারের স্বাপনে উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েস’র প্রতিষ্ঠাতা পরিবেশবিদ মোঃ আলমগীর কবির বলেন, আগ্রাদ্বিগুন বাজার ধামইরহাট,পত্নীতলা ও সাপাহার উপজেলার মধ্যস্থলে অবস্থিত। এই এলাকায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মহাবিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীদের জন্য পাঠাগারে বসে পড়ার মতো মানসম্মত কোন স্বতন্ত্র পাঠাগার নেই। বই পড়ার প্রতি মরহুম বাবার অনুপ্রেরণায় আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় গুণী মানুষ গড়ে তোলায় লক্ষ্যে আগ্রাদ্বিগুন বাজারে নিজস্ব জায়গায় তিনতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় প্রায় ১ হাজার ২ শত বর্গফুট জায়গা জুড়ে এ পাঠাগার গড়ে তোলা হয়েছে। সকল প্রস্তুতি শেষে আগামী সেপ্টম্বর মাসের ১৫ তারিখে পাঠাগারটি জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এ পাঠাগারে একসাথে ৩৫ জন পাঠক পড়াশুনা করতে পারবে। এখানে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, বিনোদন, শিশু সাহিত্য ও ইসলামিক শিক্ষা ও সাহিত্য বিষয়ক বইসহ বেশ কয়েকটি আঞ্চলিক ও জাতীয় পত্রিকাসহ দেশ-বিদেশের দূর্লভ বাংলা ও ইংরেজি বই থাকবে। পাঠাগারে ক্রীড়া বিষয়ক, বিজ্ঞান ও শিশু কর্ণার থাকবে। ক্রীড়া বিষয়ক কর্ণারে যাবতীয় ব্যয়ভার বহন করবেন ঢাকা একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকতা শফিকুর রহমান শুভ। এছাড়া মাসে একবার সাহিত্য আসর এবং সাহিত্য প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। বিভিন্ন ধরনের শিক্ষণ বিষয় সম্পর্কে প্রতি ১৫ দিন পর পর প্রজেক্টরের বড় পর্দার মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টরি এবং বাংলা ও ইংরেজি সিনেমা প্রদর্শন করা