নওগাঁ প্রতিনিধি: মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে বিপর্যস্ত পৃথিবী। অর্থনৈতিক ও সামাজিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিশ্ব। পরিবেশের প্রতি আমাদের নির্মমতাই যেন এই অভিশাপ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। বিশ্বকে বাঁচাতে পরিবেশকে সুরক্ষায় লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ ভালো থাকলে ভালো থাকবে বিশ্ব, ভালো থাকবে মানুষ।পরিবেশবাদী যুব সংগঠন হিসেবে সেই কাজটি করে যাচ্ছে সবুজ ও পরিবেশপ্রেমী যুবাদের সংগঠন গ্রীন ভয়েস। প্রকৃতি, পরিবেশ ও জীব বৈচিত্রকে বাঁচাতে প্রতিবছরের ন্যায় এবারো বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় পুরো জুন- জুলাই মাস জুড়ে সারাদেশব্যাপী বৃক্ষ রোপণ করে সংগঠনটি।গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের নেতৃত্বে ২৪-২৯ আগস্ট ২০২০ ইং আবারো তার নিজ জেলা নওগাঁতে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। দ্বিতীয় দফায় জেলার মহাদেবপুর উপজেলার চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয়, আলিপুর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার আশেপাশে শতাধিক ফলজ, বনোজ ও ওষুধি বৃক্ষ রোপন করে নওগাঁ সরকারি কলেজ শাখার বন্ধুরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.কে ফারুক হোসেন, নওগাঁ সরকারি কলেজ শাখার সবুজ বন্ধু এস ওয়াজেদ জয়, বারিক হোসেন, সজিব আহমেদ, সানোয়ার হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠাতা জনাব আলমগীর কবিরের এমন উদ্যোগকে স্বাগত জানান স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। এ সময় সবুজের লড়াইকে সমৃদ্ধ করতে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আলমগীর কবির জানান, গাছ পরিবেশের বন্ধু, মানুষের বন্ধু। আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া গাছ আমাদের বাচার জন্য অক্সিজেন ও পুষ্টির যোগান দিয়ে থাকে। যেকোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ঢাল হিসেবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্যকে ঠিক রাখে। আসুন সবাই গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই।