ঢাকা প্রতিনিধিঃ
আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধীক শিক্ষার্থী এবং অভিভাবকদের আগমনে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবীনদের ছায়ায় মেলার রুপ ধারন করেছিলো।
শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রীণ ভয়েস পরিবারের শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবণ এবং তার আশে পাশের এলাকাতে।
শিক্ষার্থীদের সঠিক গন্তব্য পৌঁছাতে স্বেচ্ছাসেবীরা কাজ করেছে।দুর হতে আসা শিক্ষার্থীদের জন্য কলম বিতরন করেছে গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।
শিক্ষার্থীদের ব্যবহার্য্য জিনিসপত্র ব্যাগ মোবাইল ঘড়ি রাখার ব্যবস্থা ছিলো।
অভিভাবকদের বসার ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য পানি বিতরন করেছে গ্রীণ ভয়েসের সদস্যরা।
পরিক্ষা শুরুর আগে এবং পরিক্ষা শেষে পরিক্ষার্থীদেরকে পানি পান করার ব্যবস্থা ছিলো।
গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক মোঃতারেক রায়হান মুক্ত বাংলা টিভিকে বলেন নবীনদের যাতে কোনো রকম সমস্যা না হয়,
সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারে,এবং এই তীব্র গরমে পানির জন্য হয়রানী না হতে হয় তাই আমরা পানির ব্যবস্থা রেখেছিলাম।আগামীতে স্বেচ্ছাসেবক সংখ্যা বৃদ্ধি করবো আমরা এবং শিক্ষার্থী এবং অভিভাবকদের পাশে আমরা থাকবো।