ঝিনাইদহ প্রতিনিধিঃ “গাছ থাকলে মানুষ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ বাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ কালীগঞ্জ, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার বিকালে ঝিনাইদহ জেলার, কালীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচিটি পালিত হয়।গ্রীন ভয়েসের খুলনা বিভাগীয় আহবায়ক আরিফুর রহমানের সার্বিক সহযোগিতায় এবং গ্রীন ভয়েসের দীর্ঘদিনের সাথী সোহেল আরমানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়ন হয়েছে। কর্মসূচিটির মাধ্যমে কদবেল, পেয়ারা, বকুলফুল, জাম সহ বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ রোপণ করে হয়েছে।
সোহেল আরমান তার বক্তব্য পর্বে বলেন, “বাংলাদেশেকে প্রকৃতপক্ষে সবুজের সমারোহ করে গড়ে তুলতে, বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসে সেই কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে। তিনি আরও বলেন গ্রীন ভয়েস শুধু গাছ লাগানোয় বিশ্বাসী না। প্রতিটি গাছ যেনো আকাশে মাথা উঁচু করে দাড়াতে পারে সেজন্য গাছের পরিচর্যাও জরুরি। যা কি-না গ্রীন ভয়েসের কর্মী -সাথীরা মাথায় রেখে বৃক্ষরোপণ করে থাকেন”।কর্মসূচিটিতে আরও মূল্যবান বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের দীর্ঘদিনের কর্মী মোঃ পলাশ এবং শাহারিয়ার পারভেজ শুভ।সমাপনী বক্তব্যে তুষার খান বলেন, “গ্রীন ভয়েসের হাজার হাজার কর্মী দরকার নেই, গ্রীন ভয়েসের এক একটা কর্মী যেনো নৈতিকতায় হাজার মানুষের থেকে সেরা থাকেন”।