সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশের একমাত্র পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টঙ দোকানীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয় । শনিবার (২৯ আগস্ট ) দুপুর ১ ঘটিকায় গ্রীন ভয়েস শাবিপ্রবি শাখার পক্ষ থেকে দীপেন্দ্র বিশ্বাস ও আশরাফুল আলম টং দোকানীদের মাঝে এই অর্থ সহায়তা প্রদান করে। গ্রীন ভয়েস শাবিপ্রবি শাখার আহবায়ক বেনজির আহমেদ বলেন,”এই সংকটময় পরিস্থিতিতে তাদের মুখে হাসি ফোটাতে পেরে খুব ভালো লাগছে। গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ কারণ তাদের সহযোগিতা ছাড়া আজকের প্রোগ্রামটি সম্পন্ন করা অনেকটাই অসম্ভব ছিলো।আমরা আমাদের এমন কার্যক্রম অব্যাহত রাখতে চেষ্টা করব ।টং দোকানী সবুজ মিয়া বলেন,”করোনাকালীন সময়ে ক্যাম্পাস বন্ধ থাকার কারণে আমাদের দিন অনেক কষ্টে কাটছে । এই প্রথম ক্যাম্পাসে কেউ তাদের খোঁজ খবর নিয়ে আন্তরিকভাবে সাহায্য করেছে ।এইসময় ৫ জন দোকানীকে ১৫০০টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় ।