খুলনা প্রতিনিধিঃ পরিবেশবাদী যুব সংগঠণ গ্রীন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে ‘বলীয়ান নারী’ এর আয়োজনে আত্মবিশ্বাসে আত্মরক্ষা স্লোগানে চলছে আত্বরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ । গত ১৫ জানুয়ারি খুলনার সানফ্লাওয়ার নার্সারি স্কুল মাঠ প্রাঙ্গন থেকে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও সানফ্লাওয়ার স্কুলের পরিচালক মোছাঃ রেহেনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য ও ফাইটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। আত্মরক্ষা প্রশিক্ষক হিসেবে থাকবেন রফিকুল ইসলাম, রিনা খাতুন ও অরুণিত ভোর এবং আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন রকিবা খান লুবা। বহ্নিশিখা পরিচালনা পর্ষদের সদস্য ও গ্রীন ভয়েস বাকৃবি শাখা সাংগঠনিক সম্পাদক হাফসা তাসনিম জানান, দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় সংগীত দিয়ে আমাদের বহ্নিশিখার বলীয়ান নারী গ্রুপের প্রথম কার্যক্রম আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। খুলনা জেলা থেকে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে এই কার্যক্রম পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে। নারীদের মানসিক ও শারীরিকভাবে আত্মবিশ্বাসী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই প্রশিক্ষকণের মাধ্যমে একজন নারী/মেয়ে যেকোনো পরিস্থিতিতে নিজেকে আত্মরক্ষার কৌশল মানসিক বিকাশ ও স্বাস্থ্য সুরক্ষার কৌশল রপ্তের উপায় ও নিজেকে আত্মবিশ্বাসী রূপে তৈরি করতে পারবে। দেশের যেকোন প্রান্তের মেয়েই শুধুমাত্র ১০০টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। প্রশিক্ষণকালে প্রতিদিন টিফিনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বহ্নিশিখার লোগো সম্বলিত টি-শার্ট, বহ্নিশিখার সদস্য হিসেবে কাজ করার সুযোগসহ প্রশিক্ষণ শেষে একটি করে সনদ পত্র প্রদান করা হবে। সার্বিক বিষয়ে গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী সংগঠন হলেও সামাজিক সকল স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছে। প্রতিবছর বৃক্ষ রোপন ছাড়াও ছাত্র-যুবদের মন মানসিকতা বৃদ্ধির জন্য অভিযাত্রিক গ্রুপের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড, অনুধাবন নামে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা, নীলকন্ঠে অধিকার বঞ্চিত শিশু-কিশোর, নারীর শিক্ষা, স্বাস্থ্য রক্ষার সচেতনেতা ও কর্মমুখী করার উদ্যোগ, নিবেদনে চিকিৎসা ক্ষেত্রে স্বেচ্ছায় সহযোগিতা, প্রয়াসের বন্ধুরা করছে সাপ্তাহিক পাঠচক্রের আসর, পরশের ছোয়া নিয়ে প্রাকৃতিক দুর্যোগে জরুরী সহায়তায় মানুষের পাশে দাঁড়াচ্ছে পরশ’র বন্ধুরা, সিধু নামে আদিবাসী অধিকার সংরক্ষণের উদ্যোগ, মেঠোপথ নামে চলছে গ্রাম্য পরিবেশ অবকাঠামো উন্নয়নের কাজ, দীপলোক নিজস্ব পাঠাগার ও তথ্যকেন্দ্র তৈরির উদ্যোগ। দেখা হয় নাই নামে অদেখাকে দেখানোর উদ্যোগ এবং অনুসন্ধিৎসু মন নিয়ে গবেষণার কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সবকিছুর মূল উদ্দ্যেশ্য তরুণ সমাজকে পরিবেশপ্রেমী, সামজিক মুল্যবোধসম্পন্ন একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা।