গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গ্রীণ ভয়েস-২০২০ এর ফটোগ্রাফি কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে । উক্ত কনটেস্ট এর আয়োজন করে গ্রীন ভয়েস- বশেমুরবিপ্রবি শাখা ।
গত ১৬-২৮ জুলাই পর্যন্ত করোনাকালে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার সৃষ্টি এবং সাময়িক বিনোদনের উদ্দেশ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগিতায় বশেমুরবিপ্রবির ২০৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ।
গত ১১ আগষ্ট-২০২০ তারিখে এই কনটেস্ট এর ফলাফল প্রদাণ করা হয়, যেখানে ৫ জন প্রতিযোগী কে পুরষ্কার এর জন্য মনোনীত করা হয় ।
উক্ত প্রতিযোগিতায় বিজয়ী
১ম বিজয়ী বিপ্লব হোসেন(ESD)
২য় বিজয়ী সুপ্রতিম মিত্র(AGR),
৩য় বিজয়ী আরিফ ইসলাম (LVM),
৪র্থ বিজয়ী সালমা নূরি(BAN),
৫ম বিজয়ী তিথী রায়(PAD) ।
এছাড়া, আরো ৫ জন সদস্যকে দর্শক পছন্দের বিবেচনায় ভিউয়ার্স চয়েস পুরষ্কারের জন্য মনোনীত করা হয় ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন গ্রীণ ভয়েস এর কেন্দ্রীয় সদস্য সামাদ প্রধাণ এবং মিলন মুর্তোজা । প্রতিযোগিতার আহবায়ক গ্রীণ ভয়েস বশেমুরবিপ্রবি শাখার সভাপতি আলী আহসান, সংগঠক হিসেবে সাধারণ সম্পাদক উমর ফারুক, কার্যকরী সদস্য শায়ান, নাঈম, মোসলেম উদ্দিন ।
উক্ত প্রতিযোগিতা বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তারা পছন্দের ছবিতে লাইক, কমেন্ট, শেয়ার এর মাধ্যমে গ্রীণ ভয়েস ফতোগ্রাফি কনটেস্ট মাতিয়ে রাখে ।
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা পরবর্তীতে এরকম প্রতিযোগিতা আরো আয়োজনের জন্য গ্রীন ভয়েস এর প্রতি আহবান জানিয়েছেন ।