ঢাকা প্রতিনিধিঃ গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৮০ জন শিক্ষার্থীকে গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে সনদ তুলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ইউনিটের ভর্তি পরিক্ষার চলাকালীন সময়ে এই ৮০ জন স্বেচ্ছাসেবক পরিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন রকম সহায়তার জন্য ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করে সহায়তা করেন।
শিক্ষার্থী এবং অভিভাবকদের খাবার পানি সরবরাহ করা,পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া,সীট খুজতে সহায়তা করা,শিক্ষার্থীদের কলম দেওয়া,শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিস পত্র সংরক্ষন করা সহ শিক্ষার্থীদের ফলাফল মোবাইল মাধ্যমে জানিয়ে দেওয়ার মতো কাজ গুলো গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই ৮০ জন স্বেচ্ছাসেবক করেছিলেন।এই জন্য তাদেরকে কেন্দ্রীয় ভাবে সনদ প্রদান করা হয়।
গ্রীন ভয়েস এর বন্ধুদের উৎসাহ দিতে আজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলার গান্ধী লেখক কলামিস্ট বুদ্ধিজিবী সৈয়দ আবুল মকসুদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ স্যার, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ট্রেড ইউনিয়নের নেতা ডাঃ আব্দুল মান্নান, গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন।
গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যাতে আগাআগামীতেও এমন মহৎ কাজ গুলো করতে থাকে এই আশা ব্যক্ত করেন অতিথিবৃন্দরা।
সনদ বিতরণী সভায় সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক তারেক রায়হান, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন।