ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মোঃ সাদেকুল ইসলাম কে সভাপতি এবং উজ্জ্বল চন্দ্র রায় সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (১) মোঃ খাইরুল ইসলাম (২) মোঃ আবু ইয়াসার, যুগ্ম সম্পাদক (১) মোঃ তরিকুল ইসলাম (২) মোছাঃ শিলা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সহ-সাংগঠননিক সম্পাদক (১) মোছাঃ নারগিস আক্তার (২) মোঃ মাহফুজ আলম, কোষাধ্যক্ষঃ মোঃ আসাদুল, দপ্তর সম্পাদক মোশারফ মুহিন সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক খান শামীম ফেরদৌস টগর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেতাউর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মেদ টগর, ক্রিড়া বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাপী আক্তার, ত্রাণ ও ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দোয়েল হাসান, এবং কার্যকারী সদস্য হিসেবে (১) সোহেল রানা (২) মেজবাউল হক (৩) নিমাই চন্দ্র রায় (৪) তরিকুল ইসলাম (৬) সোহাগ হোসেন (৬) মুক্তারুল ইসলাম (৭) সাথী আক্তার (৮) রাকিব রানা (৯) লিপি আক্তার (১১) শিমুল মন্ডল (১২) মিজানুর রহমান (১৩) পরেশ চন্দ্র রায় (১৪) দেলোয়ার হোসেন কে দায়িত্ব দেয়া হয়। গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার (২৫ অক্টোবর) এই তথ্য জানানো হয়। এতে আগামী এক বছরের জন্য এই কমিটি তাদের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।নব গঠিত কমিটির বিষয়ে গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলমগীর কবির জানান আমি নব গঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। পরিবেশ আন্দোলন ছাড়াও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে। যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে এই প্রতিপাদ্যে ২০০৫ সালে আমাদের যাত্রা শুরু হয়।