গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে । বুধবার (২১ অক্টোবর) বন্যায় সহায় সম্বলহীন হতদরিদ্র মানুষদের ঘরবাড়ি তৈরি করার কাজ শুরু হয় । গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ০৯ নং হরিরামপুর ইউনিয়নের হাজীরবাজার বারুনিতলা গ্রামে একটি টিনের ঘর নির্মাণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয় । গ্রীন ভয়েস গাইবান্ধা শাখার সভাপতি মাসউদুর রহমান বলেন, গ্রীন ভয়েসের সাথে থেকে অসহায় মানুষদের জন্য কাজ করতে পেরে অনেক আনন্দিত। বন্যায় ক্ষতিগ্রস্ত ও বাড়িঘর হারা মানুষদের একটি করে টিনের ঘর তৈরি করে দিচ্ছি। এই বছর গাইবান্ধা জেলায় ৫ টি ঘর নির্মাণ করে দেয়া হবে। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শিহাব মন্ডল, গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি সম্পা মনি শিখা, কোষাধ্যক্ষ সাজু সরদার,দপ্তর সম্পাদক কনক সরকার,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মামুলি মাহিমা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রমিছা আক্তার,জাহিদ হাসান, সাদ্দাম হোসেন, আশিকুর,আলিফ প্রমুখ । অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীরবাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ।