গ্রীন ভয়েস এর বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের যাত্রাপুর খাসের চরে, আলী আমজাদ প্রাথমিক বিদ্যালয়ে গ্রীন ভয়েস একটি ঘর বানিয়ে দেয়।
শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, হাসিখুশি মুখ গুলো এই স্কুলে পড়ে উজ্জ্বল করুক দেশের মুখ, গ্রীন ভয়েস এর আলো ছড়িয়ে পড়ুক দেশের সকল আনাচে-কানাচে। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক(বেন)।