রংপুর প্রতিনিধিঃ “শাক সবজি করবো চাষ, নিজে খাবো বারো মাস” এই প্রতিপাদ্যকে ধারণ করে ১৫ই অক্টোবর গ্রীন ভয়েস- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শাখার উদ্যোগে রংপুরের পীরগাছা উপজেলার হাউদিয়ার পাড়স্থ গুঞ্জরখা গ্রামে বিনামূল্যে সব্জী বীজ বিতরণ করা হয়। গ্রামের মোট দেড় শতাধিক পরিবারের মধ্যে এই বীজ বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি উপকর্মকর্তা মোঃ শামসুজ্জামান সবুজ,গ্রীন ভয়েস বেরোবি শাখার সভাপতি মোঃ সোহানুর রহমান সোহান,সাধারণ সম্পাদক মোঃ মোজাহেদুর ইসলাম ইমন,সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ,সহ সাংগঠনিক সম্পাদক তানিয়াল ইসলাম,যোগাযোগ সম্পাদক মিলন মিয়া,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য-খানম,সুমি,জান্নাত,মাসুদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখার মনিরুজ্জামান মনির এবং কুড়িগ্রাম শাখার সভাপতি রাইসুল ইসলাম নোমান প্রমুখ।অভিব্যক্তি প্রকাশ করে সভাপতি সোহানুর রহমান বলেন- গ্রামীণ মানুষ কৃষিনির্ভর জীবন-যাপন করেন, কৃষিই আমাদের সমৃদ্ধি।এই সমৃদ্ধতার উৎসাহ যোগাতে এবং এই করোনা কালীন সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।সাধারণ সম্পাদক মোজাহেদুর ইসলাম ইমন বলেন- শাক-সবজি মানব শরীরের ভিটামিন ও খনিজ পর্দাথের উৎস। সুতরাং শাক-সবজি যত টাটকা খাওয়া যায় ততই ভালো। কিন্তু বাজারগুলোতে আজকাল ফরমালিন যুক্ত শাকসবজিতে ভরপুর। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য ভালো রাখার জন্য অল্প পরিশ্রমেই গ্রামীণ মানুষদের উঠান বা পতিত জমিতে আমাদের দেওয়া শাক-সবজির বীজ চাষাবাদ করে নিজের শাক-সবজি ঘাটতি পূরন করার পাশাপাশি নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করার।সব্জি বীজের পাশাপাশি উক্ত আয়োজনে কৃষি দপ্তর কর্তৃক ফসলাদীর যত্নাবলীর নির্দেশিকাও প্রদান করা হয়।