কক্সবাজার প্রতিনিধিঃ নিজ বাড়ির আঙ্গিনায় একটি হলেও গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত সারাদেশব্যপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীন ভয়েস এর একদল যুবক তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা গ্রীন ভয়েস মাস ব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে। মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে আগামী ৫দিন ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্কুল, কলেজ,বৌদ্ধ মন্দির, এবং রাস্তার দুই পাশে ১হাজার বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। বিভিন্ন প্রকার ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে এই কর্মসূচির উদ্ভোদন করা হয়।
গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার আহবায়ক জাবেদুল আনোয়ার এর সভাপতিত্বে আজ ২য় দিনে আল বয়ান ইনস্টিটিউটে বৃক্ষ রোপন করা হয়। প্রধান অতিথি হিসাবে অন লাইন প্লাটফর্মে যুক্ত হয়ে গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুল বলেন – ইতিমধ্যে আমরা গ্রীন ভয়েস, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় গত ২ মাস ধরে মোট ৫০০০ গাছের চারা রোপণ করেছি। তার মধ্যে রামু উপজেলায় – এক হাজার, টেকনাফ উপজেলায়- এক হাজার, সদর উপজেলায়-দুই হাজার পাঁচশত, চকোরিয়া এবং মহেশখালী উপজেলায় পাঁচশত গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি আরও বলেন-আগামী মাসে পর্যায়ক্রমে কক্সবাজার সদর উপজেলা, চকোরিয়া, মহেশখালী,রামু,টেকনাফ, উখিয়া এবং কুতুবদিয়া উপজেলাতে আরো ৫০০০ গাছের চারা রোপণ করা হবে বলে। এবং তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গ্রীন ভয়েস কক্সবাজার জেলা এবং উপজেলা শাখার সকল বন্ধুদের প্রতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম সাহেদ, সিনিয়র সদস্য সেলিনা আক্তার এলাকার আওয়ামীলীগ নেতা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গ্রীন ভয়েস কক্সবাজার জেলার সদস্যবৃন্দ।
“দিয়েছি তন্ময়, যোদ্ধারোহী, সবুজে ভরাবো ধরার চারকোন। “দেশের বায়ু, দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাটি”