ঢাকা প্রতিনিধিঃ আজ ২৪ নভেম্বের, ২০২০ ইং, রোজ মঙ্গলবার, দুপুর ২.৩০ টায় পরিবেশবাদী ছাত্র-যুব সংগঠন গ্রীন ভয়েস উদ্যোগে এক প্রতিনিধিদল ওসমানি উদ্যান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শক দল ওসমানি উদ্যানের বর্তমান অবস্থা ও ভিতরে সিটি কর্পোরেশনের যে প্রকল্প গ্রহন করেছে তা সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপন্থিত গনমাধ্যমে কর্মীদের সাথে বিশিষ্ট জনের বলেন, উন্মুক্ত স্থান উন্নয়ন শর্তানুযায়ী কোনভাবেই মোট জমির শতকরা ৫ ভাগের অধিক অংশ জুড়ে কনক্রিট কাঠামো তৈরির মাধ্যমে যে সৌন্দর্যবর্ধন কার্যক্রম চলমান, তা জনমনে উদ্বেগের উদ্রেক করেছে। নিবির্চার গাছ নিধন করে ভূগর্ভস্থ খাবারের দোকান, পাকিং কিংবা লাইব্রেরি বা মিউজিয়াম তৈরি কখনোই গনপরিষর উন্নয়ন হতে পারে কিনা, সে প্রশ্নও তোলেন। উপরন্তু প্রস্তাবিত ২০০ এর অধিক ভূগর্ভস্থ পাকিং তৈরির মাধ্যমে পূর্ব-উত্তর ও পূর্ব-দক্ষিন অংশের বাদবাকি বৃক্ষ নিধনের উদ্যোগ ব্যপক উদ্বেগের কারণে পরিণত হচ্ছে। এই বিষয়ে আশু প্রতিকার বাঞ্ছনীয়।
উক্ত পরিদর্শন দলে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর উপদেষ্টা ইকবাল হাবিব, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক জনাব আলমীর কবির ও গ্রীন ভয়েস কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হুমায়ন কবির সুমন, গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম রাতুল, আরিফুর রহমান, নড়াই জেলার গ্রীন ভয়েসর এর সমন্বয়ক এ্যাডভোকেট কাওছার, নাগবিক উদ্যোগের কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।