কুষ্টিয়া প্রতিনিধিঃ
‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এ শ্লোগানকে নিয়ে বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীন ভয়েসের একদল তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।